শহরের ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো

শহরের ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো

শহরের ইতিহাসচর্চা কাকে বলে 

1960-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয় 'Urban History' বা 'শহরের ইতিহাসচর্চা' যার মধ্যে দিয়ে কোনো একটি শহর, সেখানকার মানুষ, তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য, আর্থসামাজিক ও রাজনৈতিক পটপরিবর্তন -এককথায় সেখানকার সমগ্র জীবনপদ্ধতিরই একটি বিশ্বাসযোগ্য অনুসন্ধানের পুঞ্জীকরণ হয়।

আধুনিক ইতিহাস চর্চায় শহরের ইতিহাসের গুরুত্বগুলি হল

(1) শহরের ইতিহাস চর্চা থেকে সমকালীন নগরায়ন, আর্থসামাজিক, সাংস্কৃতিক ও সভ্যতার বিবর্তন সম্পর্কে ধারণা লাভ করা যায়। নগর- কেন্দ্রিক প্রশাসনিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিবর্তন জানার জন্য শহরের ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ।

(2) একটি শহর কীভাবে গড়ে উঠল, কেনই বা গড়ে উঠল, কী তার সমস্যা ঐতিহাসিকদের বিশ্লেষণে উঠে আসে সেসব কথা। এর পাশা- পাশি প্রশাসনিক বা সামরিক কারণে বা চূড়ান্ত প্রাকৃতিক বিপর্যয়ের ফলে শহরের অবক্ষয় ও বিনাশের বিষয়েও জানা যায়।

(3) জাতীয় ইতিহাস রচনার ক্ষেত্রেও শহরের ইতিহা থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়- কারণ শহরের ইতিহাসে নজরের বাইরে চলে যাওয়া নিম্নবর্গের মানুষজন, তুচ্ছাতিতুচ্ছ ঘটনাসমূহও স্থান পায় যা পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করতে সাহায্য করে।

(4) শহরের ইতিহাস চর্চার মাধ্যমে শহরের শিল্পসংস্কৃতি, শহ শহরের স্থাপত্যের ইতিহাস, শহুরে সমাজতত্ত্ব, শিল্পায়ন ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব কোথায়

সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো