ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন?
ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত তৈরি হয় কেন?
ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কারণ পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে প্রধান হিমবাহ উপত্যকায় বরফের পরিমাণ বেশি এবং উপহিমবাহের বরফের পরিমাণ থাকে বলে প্রধান বা মূল হিমবাহ উপত্যকা এবং উপ হিমবাহ উপত্যকার মধ্যে গভীরতার তারতম্য সৃষ্টি হয়। একারণে উপ হিমবাহ উপত্যকা এবং প্রধান হিমবাহ উপত্যকার মিলনস্থলে ঢালের বিচ্যুতি ঘটে এবং উপহিমবাহ উপত্যকাটি মূল হিমবাহের উপত্যকার ওপর ঝুলন্ত উপত্যকা রূপে অবস্থান করে। পরবর্তীকালে উপত্যকা দুটি থেকে হিমবাহ অপসারিত হয়ে সেখানে নদী সৃষ্টি হলে। উপ হিমবাহ উপত্যকার মধ্য দিয়ে নদী প্রধান হিমবাহ উপত্যকায় মিলিত হলে। ঢাল ও উচ্চতার তারতম্যের কারণে উপত্যকা দুটির মিলনস্থলে জলপ্রপাত সৃষ্টি হয়।আরো পড়ুন:
ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন? এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল এর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাই অবশ্যই বন্ধুদের সাথে সেয়ার করুন যাতে তারাও এই প্রশ্নের উত্তর জানতে পারে এবং আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন