মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন ?
মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য অধিক লক্ষ্য করা যায় কেন ?
মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য অধিক হওয়ার কারণগুলি হল:
বাধাহীন বায়ুপ্রবাহ: মরু অঞ্চল প্রায় উদ্ভিদ বিরল কৃষি শূন্য ও জলশূন্য হওয়ায় এখানে বায়ু প্রবল বেগে বাধাহীনভাবে প্রবাহিত হয়। ফলে আলগা বালুকনা এক স্থান থেকে অন্য স্থানে সহজে পরিবাহিত হয়। ফলে মরু অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য লাভ করে।
যান্ত্রিক আবহবিকারের প্রাবল্য: মরু অঞ্চলে দিন-রাত্রি ও শীত-গ্রীষ্মের উষ্ণতার পার্থক্য খুব বেশি হওয়ায় এই অঞ্চলে যান্ত্রিক আবহবিকার অধিক কার্যকর হয় ফলে শিলাসমূহ যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ-বিচূর্ণ হয়ে অবশেষে বালিকণায় পরিণত হয়। এই বালুকণা বায়ুর ক্ষয়কার্যের প্রধান উপাদান যার কারণে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায়।
বৃষ্টিপাতের অভাব: মরু অঞ্চলে বৃষ্টিপাত খুবই কম হয় বা বৃষ্টি প্রায় হয় না বললেই চলে। মরু অঞ্চলে মাত্র ১০ – ১৫ সেমি বৃষ্টিপাত হয় ফলে এই অঞ্চলের বালিস্তর সর্বদা আলগা ও শিথিল থাকে ফলে বায়ুপ্রবাহ সহজেই ভূমি থেকে প্রচুর পরিমাণে বালুকণা তুলে নিয়ে যেতে পারে এবং মরু অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ায় এই অঞ্চল বৃক্ষশূন্য ও কৃষিশূন্য হয় যার কারনে এখানে বায়ুর কাজ অধিক হয় ।
উদ্ভিদ বিরলতা: বৃষ্টিপাতের অভাবে এবং বালুকাময় মৃত্তিকার কারণে মরু অঞ্চল প্রায় উদ্ভিদশূন্য। তাই উদ্ভিদ না থাকায় বায়ু বাধাহীনভাবে প্রবল বেগে প্রবাহিত হয় আবার উদ্ভিদশূন্য হওয়ায় মৃত্তিকা কে আঁকড়ে ধরে রাখার সুযোগ নেই তাই মৃত্তিকা ও বালি আলগা ধূলোর মতো পড়ে থাকে। ফলে বায়ু সহজেই আলগা মৃত্তিকাকে একস্থান থেকে অন্যস্থানে উড়িয়ে নিয়ে যেতে পারে ।
শিলা ঘর্ষণ: মরু অঞ্চলে প্রবল বেগে বায়ু প্রবাহিত হওয়ার সময় বায়ুর সঙ্গে প্রচুর পরিমাণে বালি প্রবাহিত হয় যা শিলায় ঘর্ষণের সৃষ্টি করে যা ক্ষয়কার্যকে ত্বরান্বিত করে।
নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি: মরু অঞ্চলে বেশি নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয় যার কারণে পার্শ্ববর্তী উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে প্রবল বেগে বায়ু নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবাহিত হয় ফলে ওই অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য লাভ করে।
চরমভাবাপন্ন জলবায়ু: মরু অঞ্চলে দিন ও রাত্রি এবং শীত ও গ্রীষ্মের উষ্ণতার পার্থক্য খুব বেশি হওয়ায় উষ্ণতার পরিবর্তনে শিলায় সংকোচন প্রসারণ বেশি হয় ফলে শিলা চূর্ণবিচূর্ণ হয়ে বালিতে পরিণত হয় এবং বায়ুর কার্যে সুবিধা হয় ।
আরো পড়ুন:
মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য অধিক কেন ? এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল এর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই প্রশ্নের উত্তর জানতে পারে এবং আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন