খাদার ও ভাঙ্গার এর মধ্যে পার্থক্য লেখ ?

খাদার ও ভাঙ্গার এর মধ্যে পার্থক্য লেখ ?
খাদার ও ভাঙ্গার এর মধ্যে পার্থক্য লেখ এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যা নিয়ে আজ আমরা আলোচনা করবো। মাধ্যমিক ছাত্রছাত্রীরা এই প্রশ্নটি অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। খাদার ও ভাঙ্গার এর মধ্যে পার্থক্য লেখ এই প্রশ্নটির উত্তর নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

খাদার ও ভাঙ্গারের মধ্যে পার্থক্য


খাদার ভাঙ্গার
অবস্থান নদীতীরবর্তী নবীন পলিগঠিত অঞ্চল গাঙ্গেয় সমভূমিতে খাদার নামে পরিচিত। গাঙ্গেয় সমভূমির নদী থেকে দূরবর্তী প্রাচীন পলিগঠিত অঞ্চল ভাঙ্গার নামে পরিচিত।
প্রকৃতি খাদার হল নতুন পলিগঠিত নিম্নভূমি। ভাঙ্গার হল প্রাচীন পলিগঠিত উচ্চভূমি।
গুরুত্ব খাদার উর্বর বলে কৃষিকার্যে খুবই উপযুক্ত। ভাঙ্গার কম উর্বর বলে কৃষিকার্যে তেমন উপযোগী নয়।
বন্যাপ্রবণ খাদার নদী তীরবর্তী বলে বন্যাপ্রবণ। ভাঙ্গার নদী দূরবর্তী উচ্চভূমি বন্যাপ্রবণ নয়।
খাদার ও ভাঙ্গার এর মধ্যে পার্থক্য লেখ এই প্রশ্নটি মাধ্যমিক ভূগোল এর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাই অবশ্যই বন্ধুদের সাথে সেয়ার করুন যাতে তারাও এই প্রশ্নের উত্তর জানতে পারে এবং আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব কোথায়

মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন ?

ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন?