ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা গুলি কি?

ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা
ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যা নিয়ে আজ আমরা আলোচনা করবো। মাধ্যমিক ছাত্রছাত্রীরা এই প্রশ্নটি অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা এই প্রশ্নটির উত্তর নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

ইন্টারনেট কি

সাম্প্রতিক ইতিহাস চর্চা ও গবেষণায় ইন্টারনেটের ব্যবহার ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। 1989 খ্রিস্টাব্দে টিম বারনারস-লি (Tim Berners-Lee) এর World Wide Web (www.) এর উদ্ভাবনের ফলে বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবা শুরু হয়।

ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা

(1) ইন্টারনেটের মাধ্যমে ইতিহাসের যেকোনো তথ্য যেকোন সময়ে হাতের মুঠোয় চলে আসে।
(2) ইন্টারনেট তথ্য অনুসন্ধানের কার্যকরী মাধ্যম, বাড়িতে বসেই অতি সহজেই প্রয়োজনীয় ঐতিহাসিক তথ্যাবলীর নাগাল পাওয়া যায়।
(3) ইন্টারনেটের মাধ্যমে ইতিহাসের তথ্য সংগ্রহে অন্যের সাহায্য পাওয়া যায় সেক্ষেত্রে যাতায়াতের অসুবিধা থাকে না। ই-মেইলের মাধ্যমে তথ্য সহজেই আদান প্রদান সম্ভব হয়।
(4) ইন্টারনেটে অনেক কম খরচে কম সময়ে ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। পাশাপাশি অন্যান্য উপাদান থেকে প্রাপ্ত তথ্যকেও যাচাই করে নেওয়াও সম্ভব হয়।
(5) E-book থেকে বিরল ও দুষ্প্রাপ্য গ্রন্থ পাঠ করা যায়।
(6) এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রাপ্ত ইতিহাসের তথ্য ও জ্ঞান ইতিহাস চর্চায় সাহায্য করে।

ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের অসুবিধা

(1) ইন্টারনেটে একই বিষয়ে অনেক সময় ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়, যা বিভ্রান্তি সৃষ্টি করে।
(2) ইন্টারনেটে অনেক সময় প্রধান তথ্যের পরিবর্তে অপ্রধান তথ্য বেশি দেখা যায়।
(3) ইতিহাসের প্রাথমিক যে উপাদানগুলি অত্যন্ত জরুরি সেগুলি ইন্টারনেটে খুব কম পাওয়া যায়।
(4) আর্কাইভে রক্ষিত ইতিহাসের বিশাল তথ্যভান্ডার ইন্টারনেটে পাওয়া সম্ভব হয় না।
(5) গোপন তথ্য ইন্টারনেট থেকে পাওয়া যায় না যেগুলি ইতিহাস গবেষণায় অত্যন্ত প্রয়োজন।
(6) এছাড়া ইন্টারনেটে লিংক ফেলিওর এবং হ্যাকারের দৌরাত্ম্য ইতিহাসের তথ্য সংগ্রহের বড়ো বাধা।

ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস এর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাই অবশ্যই বন্ধুদের সাথে সেয়ার করুন যাতে তারাও এই প্রশ্নের উত্তর জানতে পারে এবং আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব কোথায়

মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন ?

ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন?